BD Trade Blogs
> Blogs > কবিতা > দুরাশা

দুরাশা


অসীম তরফদার

তুমি ভেসে চলো নদীর বুকে
আমি কেঁদে মরি খালে
আশায় আশায় তবু বয়ে চলি
যদি পাই কোনো কালে।
চাঁদ হয়ে তুমি আকাশের বুকে
করো খেলা আর হাসো
পৃথিবীর পথে আমি হেঁটে চলি
যদি কভু নেমে আসো !


সাহিত্য >> কবিতা