BD Trade Blogs
> Blogs > কবিতা > অশুদ্ধ আমি

অশুদ্ধ আমি


অসীম তরফদার

কেউ কেউ শুদ্ধ হয় সাধনায়-
কেউ বা অশুদ্ধই থাকে আজীবন;
যারা হয় না শুদ্ধ কোনো কালে,
হয়তোবা আমি তাদেরই একজন।


সাহিত্য >> কবিতা