BD Trade Blogs
> Blogs > কবিতা > প্রেমে মাখামাখি

প্রেমে মাখামাখি


অসীম তরফদার

: তুমি আমার সকাল বন্ধু
  দুপুর সন্ধ্যা রাতি
  আমার প্রাণের প্রাণ যে তুমি
  আঁধার ঘরের বাতি।

: গোলাপ রাঙা অধর তোমার
  মিষ্টি মধুর হাসি
  সাথী হয়ে সারাজীবন
  থেকো পাশাপাশি।

: বন্ধু তুমি জোস্না রাতে
  পূর্ণ চাঁদের হাসি
  নিথর জলে ঢেউ জাগিয়ে
  স্বপ্নে বাজাও বাঁশি।
  মন বাগানে বন্ধু তুমি
  গোলাপ হয়ে ফুটো
  হৃদয় জুড়ে গন্ধ ছড়াও
  স্বপ্ন মুঠোমুঠো।

: বন্ধু তুমি শ্রাবণ দিনের
  প্রথম কদম ফুল
  মৌসুমী ঐ হাওয়ায় ওড়ে
  তোমার এলো চুল।
  একটখুানি দেখার আশায়
  পথ চেয়ে থাকি
  নানা অজুহাতে তুমি
  দাও যে শুধু ফাঁকি।

: আমার কথা মনে হলে
  জানলা খুলে দিও
  আমায় দেখার ইচ্ছে হলে
  চাঁদকে দেখে নিও
  নীলাকাশের চাঁদনী হয়ে
  তোমার ঘরে এসে
  জোসনালোকে ভরিয়ে দেবো
  মধুর ভালোবেসে।

: জীবন স্রোতে ছুটে যখন
  ক্লান্ত হয়ে পরি
  একটু সোহাগ পেতে
  মাথা কুটে মরি।
  সময় পেলে বন্ধু তুমি
  ফুল বাগানে এসো
  একটুখানি পাশে বসে
  আমায় ভালোবেসো।

: ক্লান্ত হলে বন্ধু তুমি
  বারান্দাতে এসো
  বেতের মোড়ায় চক্ষু বুজে
  উদাস মনে বোসো।
  দখিন হাওয়ায় মিশে তখন
  আসবো আমি ছুটে
  সোহাগ মাখা পরশ দেবো-
  ক্লান্তি যাবে টুটে।
  রোজ বিকেলে ফুল বাগানে
  যদিও না আসি
  হৃদয় দিয়ে বন্ধু আমি
  তোমায় ভালোবাসি।

: এমন করে সাধ মেটে না
  ভরে না এ মন
  তুমি ছাড়া শূণ্য এ ঘর
  অসাড় এ জীবন।
  ফাগুন মাসের পূর্ণিমাতে
  ফুলের বাসর গড়ে
  সাত পাকেতে বেঁধে তোমায়
  নেবো আপন করে।

: দুঃখ সুখে পাশাপাশি
  থাকবো জীবন ভর
  ভালোবেসে আমরা দুজন
  বাঁধবো সুখের ঘর।

  সে ঘর হবে মায়ায় ভরা
  প্রেমে মাখামাখি
  হিয়ার সাথে বাধঁ বো হিয়া
  আঁখির ফাঁদে আঁখি।

  বন্ধু তুমি থাকলে পাশে
  কিসের আবার দুখ
  তুমি-ই বন্ধু প্রাণ ভ্রমরা
  আমার স্বর্গসুখ।

  তুমি আমার সকাল বন্ধু
  দুপুর সন্ধ্যা রাতি
  আমার প্রাণের প্রাণ যে তুমি
  আঁধার ঘরের বাতি।


সাহিত্য >> কবিতা