BD Trade Blogs
> Blogs > কবিতা > চোখ

চোখ


তসলিমা নাসরিন

খালি চুমু চুমু চুমু

এত চুমু খেতে চাও কেন?

প্রেমে পড়লেই বুঝি চুমু খেতে হয়!

চুমু না খেয়ে প্রেম হয় না?

শরীর স্পর্শ না করে প্রেম হয় না? 

 

মুখোমুখি বসো,

চুপচাপ বসে থাকি চলো,

কোনও কথা না বলে চলো,

কোনও শব্দ না করে চলো,

শুধু চোখের দিকে তাকিয়ে চলো,

দেখ প্রেম হয় কি না!

চোখ যত কথা বলতে পারে, মুখ বুঝি তার সামান্যও পারে!

চোখ যত প্রেম জানে, তত বুঝি শরীরের অন্য কোনও অঙ্গ জানে!


সাহিত্য >> কবিতা