BD Trade Blogs
> Blogs > গান / লিরিক্স > বড় আশা করে এসেছি

বড় আশা করে এসেছি


রবীন্দ্র নাথ ঠাকুর

বড় আশা করে

বড় আশা করে এসেছি গো

কাছে ডেকে লও

ফিরাইও না জননী।

দিনহীনে কেহ চাহে না

তুমি তারে রাখিবে জানি গো।

আর আমি যে কিছু চাহিনে

চরণও তলে বসে থাকিব,

আর আমি যে কিছু চাহিনে

জননী বলে শুধু ডাকিব ।

তুমি না রাখিলে গৃহ আর পাইব কোথায়

কেঁদে কেঁদে কোথা বেড়াব

ঐ যে হেরী

তমশ ঘন ঘরা

গহন রজনী ।


সাহিত্য >> গান / লিরিক্স