BD Trade Blogs
> Blogs > গান / লিরিক্স > ভাসাও প্রেমের ভেলা

ভাসাও প্রেমের ভেলা


অসীম তরফদার

তোমায় ভালোবাসি বলে করো শুধুই হেলা
এবার না হয় ভালোবেসে ভাসাও প্রেমের ভেলা॥

এ পথ গিয়ে যদি মিলে তোমার আঙ্গিনায়
এ পথ ধরেই পৌঁছে যাবো সঠিক ঠিকানায়
দয়া করে বন্ধু আমার বন্ধ কর খেলা
এবার না হয় ভালোবেসে ভাসাও প্রেমের ভেলা॥

চলার শেষে যদি পারি মিলতে মোহনায়
নদী হয়েই যাবো বয়ে, মিলবো দু’জনায়।
বন্ধু আমার বন্ধ করো মান-অভিমান খেলা
এবার চলো ভালোবেসে ভাসাই প্রেমের ভেলা॥

-----
চলার শেষে দেখা হবে প্রেমের মোহনায়
অবশেষে ভালোবেসে মিলবো দু’জনায়।
তোমায় ভালোবাসি বন্ধু করি নাতো হেলা
এবার চলো ভালোবেসে ভাসাই প্রেমের ভেলা॥


সাহিত্য >> গান / লিরিক্স