BD Trade Blogs
> Blogs > রূপচর্চা > ত্বকের সঠিক পরিচর্যার

ত্বকের সঠিক পরিচর্যার


সারাহ জেবীন

ত্বকের সঠিক পরিচর্যার জন্য যে ৫টি কাজ কখনই করবেন না:

১। সাবান দিয়ে মুখ ধোবেন না। সাবানে থাকা ক্ষার যুক্ত কেমিক্যাল ত্বকের মারাত্মক ক্ষতি করতে পারে।

২। চেহারায় ব্রন ও ক্ষত থাকলে সেগুলো খুঁটানো বা ঘষামাজা করা থেকে বিরত থাকুন।

৩। শরীরের চামড়াকে রোদে পুড়তে দেবেন না।

৪। তৈলাক্ত ও সমস্যাগ্রস্ত ত্বকের নিয়ে বাড়াবাড়ি করবেন না।

৫। একাধিক বিউটি সামগ্রী ব্যবহার করা থেকে বিরত থাকুন।

 

ত্বকের সঠিক পরিচর্যার জন্য যে ৫টি কাজ  করা উচিত:

১। আপনার ত্বকের ধরণ অনুযায়ী সাধারণ মানের সঠিক ময়েশ্চারাইজিং ক্রিম ব্যবহার করুন।

২। চেহারা পরিষ্কার করার জন্য সঠিক টোনার ব্যবহার করুন, যা তৈলাক্ত ত্বকের জন্য উপযোগী।

৩। রোদে বের হওয়ার সময় হাত ও মুখে সানস্ক্রিন লাগিয়ে নিন।

৪। ব্রনের প্রকোপ কমানো ও ব্রণের কারণে চেহারায় ছোট ছোট গর্তের সৃষ্টি হয়েছে  তারা ভিটামিন ‘সি’যুক্ত প্রসাধনী ব্যবহার করতে পারেন। তাছাড়া ডাক্তাররে সাথেও আপনি পরামর্শ করতে পারেন।


জীবনযাপন >> রূপচর্চা