BD Trade Blogs
> Blogs > কবিতা > তোমাকে চাই

তোমাকে চাই


অসীম তরফদার

যা কিছু চাও, নিয়ে নিতে পারো;
কিন্তু সব হিসাব-নিকাশ শেষে 
আমি শুধু তোমাকে চাই।

হৃদয় মন্দিরে চলে বন্দনা-
মন-বাগানের সবগুলো ফুলে
অর্ঘ্য সাজাই নৈবেদ্যের থালায়;
নিবিষ্ট হয়ে প্রেমের অঞ্জলি দেই-
শুধু তোমার উদ্দেশ্যে।

এই দুটি চোখ সতত নিমগ্ন
শুধু তোমার স্বপ্নে !
এ বাহু কেবলই প্রতীক্ষারত-
তোমার আলিঙ্গনের।
যা কিছু ঘটে যাক পৃথিবীতে,
সৃষ্টি হোক যা কিছু কিংবা ধ্বংস;
আজন্ম আমি শুধু তোমাকে চাই;
হ্যাঁ, শুধু তোমাকে চাই-
এই জীবনের প্রয়োজনে।


সাহিত্য >> কবিতা