BD Trade Blogs
> Blogs > কবিতা > প্রত্যাশা

প্রত্যাশা


অসীম তরফদার

নতুন দিনের আশা তুমি,
নতুন স্বপ্ন-মোহনা;
তোমার ছোঁয়ায যাবো ভুলে
সকল দুঃখ-বেদনা।

নতুন করে গড়ব সেতু
ভাঙা পথের শেষে,
অন্ধকারে জ্বালাবো আলো
তোমার প্রেমের পরশে।

তোমায় নিয়ে ঘর বাঁধব,
শরতের ওই কাশবনে;
চিরদিনের সাথী হবো
ভালোবাসার বন্ধনে।


সাহিত্য >> কবিতা