BD Trade Blogs
> Blogs > কবিতা > ফাগুণে আগুন

ফাগুণে আগুন


অসীম তরফদার

ফাগুণ এসেছে বনে 
আগুন লেগেছে মনে
আগুন লেগেছে আজ তার সারা গায়;
বুঝি না তো এ ফাগুণে মন কি যে চায় !

সেজেছে সে ফুলে ফুলে
চলেছে সে দুলে দুলে
তার থেকে চোখ আজ ফেরানো যে দায়;
বুঝি না তো এ ফাগুণে মন কি যে চায় !

বাতাসে ভেসে আসে সুর
কোথায় যেনো বহুদূর
হারিয়ে যেতে চায় মন, তারই ইশারায়;
বুঝি না তো এ ফাগুণে মন কি যে চায় !


সাহিত্য >> কবিতা