BD Trade Blogs
> Blogs > গান / লিরিক্স > ছায়াঘড়ি

ছায়াঘড়ি


অসীম তরফদার

ছায়াঘড়ির ছায়া মাইপা, নিঠুর বেলা গেলো বইয়া,
কালের মায়ায় মইজা আজও গেলি কোথায় রইয়া ?
থাকতে সময় না-দেখলি হায় একবার বেলা চাইয়া।।

মনরে ও মন, দেখ না-রে তুই- চক্ষু মেলিয়া
পায়ে পায়ে কত-না পথ গেলিরে ফেলিয়া।
রঙ্গ-নেশায় ডুইবা যে সব ফেললি হারাইয়া;
থাকতে সময় না-দেখলি হায় একবার বেলা চাইয়া।।

চলার পথে দেখলি না মন চারদিক তাকাইয়া
লাভের আশায় মূলধনও তুই ফেললি হারাইয়া
বুঝলি না মন, কি হারাইলি, কি ধন কাছে পাইয়া;
থাকতে সময় না-দেখলি হায় একবার বেলা চাইয়া।।


সাহিত্য >> গান / লিরিক্স