Choose your product from the mega showcase from thousands of sellers
BD Trade Blogs
> Blogs > ধাঁধা > ধাঁধা পর্ব ১

ধাঁধা পর্ব ১


সারাহ জেবীন

(১) গাছ নেই আছে পাতা, মুখ নেই বলে কথা-

উত্তরঃ বই

(২)আপনি যে ভাষায়ই কথা বলেন না কেন, সব ভাষাতেই জবাব দিতে পারে কে?

উত্তরঃ প্রতিধ্বনী

(৩)একটি বল কিভাবে ছোড়া যায় যেন আবার হাতে ফিরে আসে?

উত্তরঃ ওপরের দিকে

(৪)কোন জিনিসটির বাইরের দিকের অংশ খেয়ে ভেতরের অংশটি আমরা ফেলে দেই?

উত্তরঃ ভুট্টা

(৫)বহু দাঁত রয়েছে কিন্তু কোনো কিছু খায় না, জিনিসটি কি?

উত্তরঃ চিরুনি

(৬)বহুদিন না ঘুমিয়ে একজন মানুষ কিভাবে বাঁচতে পারে?

উত্তরঃ রাতে ভালোভাবে ঘুমালেই হবে

(৭)একটি নির্দিষ্ট জায়গায় বসে বিশ্বের সব স্থানে ভ্রমণ করে কে?

উত্তরঃ ডাকটিকিট

(৮)কোন জিনিস কাটলে বাড়ে?

উত্তরঃ পুকুর

(৯)হেড আছে, টেল আছে। কিন্তু লেজ নেই। কোন জিনিস এটা?  

উত্তরঃ পয়সা।

(১০)আমি কথা বলতে পারি না। তবু আপনাদের সঙ্গে কথা বলি। আমার "স্পাইন" আছে। তবু আমি মানুষ নই। আমি অনেকের গল্প তো বলি, কিন্তু তবু সব বলা হয়ে ওঠে না। কে আমি বলতে পারেন?

উত্তরঃ বই।

(১১)রাজ্য আছে রাজা নাই, ছাদ আছে তার মেঝে নাই।

উত্তরঃ আকাশ

(১২)গলা আছে মাথা নাই, পেট আছে উদরী নাই।

উত্তরঃ কলসি

(১৩)যা পাই তাহা খাই, পানি খাইলে ম‌ইরা যাই।

উত্তরঃ আগুন

(১৪)রাত্রি কালে জন্ম নেয়, দিনের বেলায় মরণ হয়।

উত্তরঃ অন্ধকার

(১৫)তিন অক্ষরে নাম যার জলে বাস করে, মধ্যের অক্ষর বাদ দিলে আকাশেতে উড়ে।

উত্তরঃ চিতল

(১৬)উপরে কাঁটা ভিতরে আঠা, বলতো কী হবে সেটা?

উত্তরঃ কাঁঠাল

(১৭)পরের ঘরে জন্ম আমার দেখতে আমি কালো, তাই বলে ভাই, কেউ ভুল করো না বাসতে আমায় ভালো।

উত্তরঃ কোকিল

(১৮)সবুজ বুড়ি হাটে যায়, হাটে যাইয়া চিমটি খায়।

উত্তরঃ লাউ

(১৯)রাস্তা দিয়ে দুই মেয়ে যাচ্ছে চলিয়া, এক‌ই দামের এক‌ই শাড়ি দুজনে পড়িয়া। কতো দামের শাড়ি এবং সম্বন্ধে কী হয়, এক কথাতে বলো দেখি দাম ও পরিচয় ?

উত্তরঃ ২০৩

(২০)পাখা নাই উড়ে চলে, মুখ নাই ডাকে, বুক চিরে আলো ছোটে, কান ফাটে হাকে।

উত্তরঃ মেঘ


বিবিধ >> ধাঁধা