সকালে আজ রৌদ্র ছিলো
বিকেলে বরষা
শান্ত আকাশে ঝড় এলো
হঠাৎ সহসা।
সকালের রোদে ছিলো প্রেম
বিকেলে হতাশা
সব ভেঙে তবু বেঁচে আছে
গহীন ভালোবাসা।
বেত ঝোপের ভুতকে ভালোবাসতো
শ্যাওড়া গাছের পেত্নী
ভালোবেসে ভুতও ভিজিয়ে দিতো তার
নাক-মুখ-চোখ-থুতনী;
ভুতের সাথে একদিন দেখা হলো পূর্নিমার;
সে বললো ভুতকে, “হও শুধু আমার-
পেতনী দুনিয়ার কালো
আর আমি জ্যোৎস্নার আলো !”
ভুত বললো, “হোক না কালো,
তবু আমার পেতনীই ভালো।