BD Trade Blogs
> Blogs > কবিতা > প্রেম অবিনশ্বর

প্রেম অবিনশ্বর


অসীম তরফদার

সকালে আজ রৌদ্র ছিলো
বিকেলে বরষা
শান্ত আকাশে ঝড় এলো
হঠাৎ সহসা।
সকালের রোদে ছিলো প্রেম
বিকেলে হতাশা
সব ভেঙে তবু বেঁচে আছে
গহীন ভালোবাসা।


সাহিত্য >> কবিতা