Skip to Content (Press Enter)
ভাদ্রের প্রখর খরতাপ আর কষ্টের আগুনে পুড়ছে ক্রমাগত- তোমার অশান্ত মন !
আমার আকাশ থেকে এক পসলা বৃষ্টি পাঠালাম- হোক একটু বরষণ !
স্বস্তির বৃষ্টিতে ভিজে শীতল হোক তোমার অঙন আর বিদগ্ধ ঐ মন !