BD Trade Blogs
> Blogs > গান / লিরিক্স > আমি জোছনা দেখি পূর্ণিমাতে

আমি জোছনা দেখি পূর্ণিমাতে


কবির বকুল

আমি জোছনা দেখি পূর্ণিমাতে

আন্ধার অমাবস্যাতে ,

আর তোরে দেখি সূর্য দিনে

চন্দ্রিমা এই রাতে,

তোরে পাইলে ও...ও..ও...ও

তোরে পাইলে জনম সার্থক আমার

প্রেমের তপস্যাতে,

আমি জোছনা দেখি পূর্ণিমাতে

আন্ধার অমাবস্যাতে ।।

তুই আগুন হইলে পুড়বো তাতে

জল হইলে দিবো ডুব,

প্রেমে করিয়া মরন এও

সুখ আছে রে খুব ,

এই দিন দুনিয়ায় মন বেধেছি

আমি তোরই সাথে,

তোরে পাইলে জনম সার্থক আমার

প্রেমের তপস্যাতে ।।

জাত ধর্ম আমি বুঝি না রে

মানব ধর্ম হইলো সব,

অন্তর চোখে দেখি তোরে

অন্তরে অনুভব,

দাগ লাগে যদি কলঙ্কেরই

কিছুই যায়না তাতে,

তোরে পাইলে জনম সার্থক আমার

প্রেমের তপস্যাতে,

আমি জোছনা দেখি পূর্ণিমাতে

আন্ধার অমাবস্যাতে ।।

শিল্পীঃ সাবিনা ইয়াসমিন / নাকিব হৃদয় চৌধুরী


সাহিত্য >> গান / লিরিক্স