প্রিয় এ শহর আর বাসযোগ্য নেই
চারদিকে শুধু হাহাকার, অনিয়ম, দুর্নীতি, সন্ত্রাস।
কোথাও একটু মুক্ত বাতাস নেই
যে দিকে তাকাই শুধু মানুষ আর মানুষ-
মাছের পোনার মতো কিলবিল করছে
আর বানের পানির মতো বেড়েই চলেছে প্রতিদিন।
আজকাল খুব ভয়ে ভয়ে থাকি-
এই অসংখ্য মানুষের ভারে
ছোট্ট এ নগরী তলিয়ে যাবে না তো ?
রাস্তায় একটু শান্তিতে হাঁটার উপায় নেই ;
ফুটপাত ! সে তো হকারের দখলে গেছে অনেক আগেই।
রাজপথে মানুষ আর যানবাহনের বিরামহীন মিছিল-
অসহিষ্ণু হয়ে এলোপাতারি ছুটে চলেছে যে যার মতন ;
যানজটের ক্রনিক সমস্যা প্রকট থেকে প্রকটতর হচ্ছে দিন দিন।
জটে আটকে থাকা গাড়িগুলো যেন ছটফটে হরিণ-
অজ্ঞাত আক্রোশে ফুঁসতে থাকে শুধু;
অস্থির ভেঁপুর অর্থহীন গর্জনের সাথে একাকার হয়
ঘর্মাক্ত মানুষের নীরব আর্তনাদ।
তবে কি আমরা নির্বিকার হেঁটে চলেছি ভয়ঙ্কর আগামীর দিকে ?
এতদিনের চেনা-জানা ভালোলাগা-ভালোবাসার
প্রিয় এ শহর কি সত্যিই হতে চলেছে বাসের অযোগ্য !
মহাসংকটের চূড়ায় দাঁড়িয়েও আমি আশাবাদী হয়ে উঠি,
যদিও আশার পায়রাগুলো কঠিন সময়ের জটিল জালে
আটকে যায় বারবার;
স্বপ্নের বালিহাঁস মাথা ঠুকে মরে বৈরী সময়ের পাথর শরীরে
তবু প্রাণের এ শহরকে নিয়ে আজও স্বপ্ন দেখি-
এ শহরে আর যানজট নেই
নেই অতিরিক্ত মানুষের চাপ, বিশৃঙ্খলা, হানাহানি, লুটপাট
শহরের পরিধি বিস্তৃত হয়ে চলে গেছে বহুদূর
ক্ষমতার কেন্দ্র বিকেন্দ্রিক হয়ে ছড়িয়ে গেছে সারাদেশে।
ধূলিম্লান এই নগরী সত্যি করেই হয়ে উঠেছে
পরিচ্ছন্ন, পরিকল্পিত, ছবির মতো সুন্দর এক স্বপ্নপুরী।