BD Trade Blogs
> Blogs > কবিতা > একদিন ফিরে যাবো

একদিন ফিরে যাবো


অসীম তরফদার

ছেলেবেলার স্বপ্নভরা দিন
কৈশোরের দুরন্তপনা, যৌবনের উচ্ছ্বলতা
থরে থরে জমে আছে স্মৃতির এ্যালবামে।

জন্মগ্রাম, পূর্ব-পুরুষের ভিটে-মাটি, পিতৃভূমি
বিস্তীর্ণ আকাশের নিচে অবারিত সবুজের ঢেউ
ইছামতি আর কালিগঙ্গার কলতান
স্কুলঘর আর পাশে কদম ও কৃষ্ণচূড়া
খেজুরের রস, রঙিন ঘুড়ি
বর্ষার জল, ডুব-সাঁতার,
টিনের চালে বৃষ্টির ঝুমঝুম শব্দ
বাঁশের বন্দুকে হিজল গুটির গুলি
খেয়াঘাট, পালের নৌকা...
এই শহুরে যান্ত্রিক জীবনে
আজও মাঝে মাঝে উঁকি দেয় মনের গভীরে।
জীবিকার তাগিদ ফুরালে জীবনের টানে
এই শহর ছেড়ে একদিন আবার ফিরে যাবো গ্রামে,
ফিরে যাবো মমতায় ভেজা সোঁদা মাটির কাছে
মুক্ত হাওয়ায়, সজীব বাতাসে।


সাহিত্য >> কবিতা