BD Trade Blogs
> Blogs > গান / লিরিক্স > পড়ে না চোখের পলক কি তোমার রূপের ঝলক

পড়ে না চোখের পলক কি তোমার রূপের ঝলক


আহমেদ ইমতিয়াজ বুলবুল

পড়েনা চোখের পলক
কি তোমার রূপের ঝলক
দোহাই লাগে মুখটি তোমার
একটু আঁচলে ঢাকো
আমি জ্ঞান হারাবো
মরেই যাবো
বাঁচাবে পারবেনাকো

কাজল কালো ঐ দুটি চোখ
ও চোখে যাদু আছে
চোখের আড়াল হতে গেলেই
পড়ে যাই চোখের কাছে
গোলাপ রাঙা ঠোঁটে তোমার
মায়াবী মধুর হাসি
একটু হেসেই পরাতে পারো
হাজারো গলায় ফাঁসি
সবাই তোমায় চাইতে পারে
নিজেকে লুকিয়ে রাখো

রেশমনরম তোমার চুলে
একটু শীতল বাতাস
পাগল এ মন পাবার আশায়
করছে যেন হুতাশ
পূর্ণিমা চাঁদ অঙ্গ তোমার
অঙ্গে সোনার গতিক
একেই বলে অপরূপা
অপূর্ব রূপবতী
তোমায় নিয়ে অনেক বিপদ
এবুকের মাঝে থাকে

শিল্পীঃ এন্ড্রু কিশোর
 


সাহিত্য >> গান / লিরিক্স