একদিন আমাদের প্রেমের কথা লোকে তো জানবেই-
শান্ত আকাশে অশান্ত ঝড় কঠিন আঘাত হানবেই॥
মেঘ এসে ঢাকে যদি চাঁদের আলো
পৃথিবী হয়ে যায় আঁধার কালো
আমার দু’চোখ নিজের আলোতে তোমাকে খুঁজবেই॥
যদি মহাপ্লাবনের কোনো ধারায়
দু’জনে ভেসে যাই দূর অজানায়
অবাধ্য মন তবু বারে বারে তোমাকে খুঁজবেই॥