খুব সহজেই পারো দুঃখ দিতে মনে
দু’চোখ ভেজাতে পারো জলে
শুধু তোমাকে এতটা বেশি ভালোবাসি বলে।
ভালোবাসো তবু কেনো এমন অবহেলা
আমার হৃদয় নিয়ে করো শুধু খেলা।
বুঝবে না কোনোদিন, আমার মনে
সারাক্ষন কত যে ভাঙা-গড়া চলে।।
স্মৃতি গুলো যায় না যে কেনো ছিঁড়ে ফেলা
তোমায় ভেবে ভেবে কেটে যায় বেলা।
তবু তুমি জানবে না কেমন করে
আমি বেঁচে আছি এই ঝড়-বাদলে।।