Choose your product from the mega showcase from thousands of sellers
BD Trade Blogs
> Blogs > সাম্প্রতিকী > করোনা যুদ্ধ

করোনা যুদ্ধ


অসীম তরফদার

অব্যাহত দাবানলে তখনও পুড়ে চলেছে অস্ট্রেলিয়ার বনাঞ্চল-
এরই মাঝে চীনের উহানে শুরু হলো মৃত্যুর মিছিল !
কোভিড-১৯ নামের নভেল করোনা ভাইরাসে
সংক্রমিত হলো লক্ষ লক্ষ মানুষ !
উহান থেকে সংক্রমণ ছড়িয়ে পড়লো পুরো চীনে; তারপর
ইতালী, ইরান, স্পেন, ব্রিটেন, আমেরিকা সহ সারা বিশ্বে;
আক্রান্ত হলো আমার প্রিয় স্বদেশ !

একে একে বন্ধ হলো আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ সকল বিমান চলাচল;
বন্ধ হলো রেল, নৌযান, বাস !
আজ অবরুদ্ধ সকল গ্রাম, শহর, নগর, বন্দর, শিল্পাঞ্চল;
স্বেচ্ছায় ঘরবন্দী সকল মানুষ !
সমগ্র বিশ্ব আজ ভয়াবহ এক মহামারীর কবলে !
পৃথিবী আজ যুদ্ধে অবতীর্ন ক্ষুদ্রাতিক্ষুদ্র এই জীবাণুর সাথে !

এ যুদ্ধে আমরা সবাই এক এক জন বীর সেনানী;
বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্বাস্থ্যবিধি মেনে বারবার হাত ধুয়ে,
সামাজিক দূরত্ব বজায় রেখে, নিজেকে ঘরবন্দী রেখে
এ যুদ্ধে অবদান রাখছি আমি, তুমি, আমরা সকলে।
হা-হুতাশ নয়, গুজব নয়, নয় কোনো অপপ্রচার বা বিভ্রান্তি
প্রয়োজন শুধু মনোবল, ধৌর্য আর একটু সচেতনতা।

জানি,
অদৃশ্য শত্রুর সাথে ভয়ানক এ যুদ্ধে আমাদেরই জয় হবে !
জয় হবে বিজ্ঞানের আর মানব সভ্যতার;
জয় হবে কোটি কোটি মানুষের বিশ্বাসের, স্বপ্নের, ভালোবাসার !


সাহিত্য >> সাম্প্রতিকী