Choose your product from the mega showcase from thousands of sellers
BD Trade Blogs
> Blogs > কবিতা > হিজলতলীর সুখ

হিজলতলীর সুখ


হেলাল হাফিজ

বলাই বাহুল্য আমি রাজনীতিবিদ নই, সুবক্তাও নই

তবু আজ এই সমাবেশে বলবো কয়েক কথা

সকলের অনুমতি পেলে।

–’বলুন, বলুন’।

রঙিন বেলুন দিয়ে মন ভোলানোর কোনো ইচ্ছে আমার নেই,

উপস্থিত সুধী, কেউ ভুলে মনেও করবেন না আমি

পারমিট, পেঁয়াজ আর পারফিউম ন্যায্যমূল্যে দেবো।

–’পেঁয়াজটা পেলে ভালো হত’।

আর কতো? যারা দিতো তারা আর দেবে না বলেছে।

–’কী হবে? কী হবে এখন উপায়’?

হেলায় খেলায় হয়েছে অনেক বেলা ফুরিয়েছে দিন

অবহেলা প্রপীড়িত মানুষেরা শোধ চায় ঋণ,

তবু দেবে, ভাত দেবে–ভোট দেবে, তবে

সামান্য তক্‌লিফ করে মাঝে মধ্যে গ্রামে যেতে হবে।

–’তবে কি সত্যি সব যা কিছু রটেছে’?

ঘটনা ঘটেছে এক মারাত্মক স্বাধীনতা-উত্তর এদেশে

প্রাপক দিয়েছে জেনে কারা ভদ্রবেশে

হিজলতলীর সুখ জবর-দখল করে রেখেছে এদ্দিন,

একটা কিছু তো আজ যথার্থই খুব সমীচীন।


সাহিত্য >> কবিতা