Choose your product from the mega showcase from thousands of sellers
BD Trade Blogs
> Blogs > কবিতা > তুমি ডাক দিলে

তুমি ডাক দিলে


হেলাল হাফিজ

একবার ডাক দিয়ে দেখো আমি কতোটা কাঙাল,

কতো হুলুস্থূল অনটন আজম্ন ভেতরে আমার।

 

তুমি ডাক দিলে

নষ্ঠ কষ্ঠ সব নিমিষেই ঝেড়ে মুছে

শব্দের অধিক দ্রুত গতিতে পৌছুবো

পরিণত প্রণয়ের উৎসমূল ছোঁব

পথে এতোটুকু দেরিও করবো না।

তুমি ডাক দিলে

সীমাহীন খাঁ খাঁ নিয়ে মরোদ্যান হবো,

তুমি রাজি হলে

যুগল আহলাদে এক মনোরম আশ্রম বানাবো।

 

একবার আমন্রণ পেলে

সব কিছু ফেলে

তোমার উদ্দেশে দেবো উজাড় উড়াল,

অভয়ারণ্য হবে কথা দিলে

লোকালয়ে থাকবো না আর

আমরণ পাখি হয়ে যাবো, -খাবো মৌনতা তোমার ।


সাহিত্য >> কবিতা