BD Trade Blogs
> Blogs > কবিতা > ভালবাসার সময় তো নেই

ভালবাসার সময় তো নেই


রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ

 

ভালবাসার সময় তো নেই
ব্যস্ত ভীষণ কাজে,
হাত রেখো না বুকের গাঢ় ভাঁজে।

 

ঘামের জলে ভিজে সাবাড়
করাল রৌদ্দুরে,
কাছে পাই না, হৃদয়- রোদ দূরে।

 

কাজের মাঝে দিন কেটে যায়
কাজের কোলাহল
তৃষ্ণাকে ছোঁয় ঘড়ায় তোলা জল।

 

নদী আমার বয় না পাশে
স্রোতের দেখা নেই,
আটকে রাখে গেরস্থালির লেই।

 

তোমার দিকে ফিরবো কখন
বন্দী আমার চোখ
পাহারা দেয় খল সামাজিক নখ।


সাহিত্য >> কবিতা