BD Trade Blogs
> Blogs > গান / লিরিক্স > ওরে বাংলাদেশের মেয়ে রে তুই

ওরে বাংলাদেশের মেয়ে রে তুই


প্রিয় চট্টোপাধ্যায়

ওরে বাংলাদেশের মেয়েরে তুই

হেইলা দুইলা যাস

একবার যেই ঘুইরা তাকাস, লাগে ঝাক্কাস

পদ্মা নদীর ইলিশ খাইয়া

রপ খানা কি ঝকঝকে বানাস

ও লালা হো, ও লালা হো

ও লালা উহ…

তোর থমক থমক চাল

আর চিকন চিকন গাল

আহা রাগের এমন তেজ

জেনো ঝাল মরিচের ঝাল

ওরে বঙ্গ ললনা, তোর হয়না তুলনা

তোর মন রাঙ্গাতে করবো জা তুই চাস

একবার যেই ঘুইরা তাকাস, লাগে ঝাক্কাস

পদ্মা নদীর ইলিশ খাইয়া

রুপ খানা কি ঝকঝকে বানাস

তোর ঝুমকো কানের দুল

আর খোপায় গাঁদা ফুল

অই কাজল কালো চোখ

কার স্বপ্নেতে মশগুল

তোড় মনটা পাবে যে

আরে ধন্য হবে সে

তুই হাস্লে পরে হাসবে যে আকাশ

একবার যেই ঘুইরা তাকাস, লাগে ঝাক্কাস

পদ্মা নদীর ইলিশ খাইয়া

রুপ খানা কি ঝকঝকে বানাস

Singer : Akassh


সাহিত্য >> গান / লিরিক্স