BD Trade Blogs
> Blogs > কবিতা > সন্দেহ

সন্দেহ


অসীম তরফদার

জানিতো ঠিকই আছো পেছনে
জানি না ভুল না ঠিক-
পেছন থেকে যোগাবে সাহস
নাকি মারবে 'কিক্' !
হাত খানিতো ধরেছো ঠিকই
মিষ্টি-মধুর হেসে;
থাকবে ধরেই নাকি আবার
ছাড়বে অবশেষে !


সাহিত্য >> কবিতা