ফুটন্ত শিউলি ঝরা শরতের আগমনে
গুড়ি গুড়ি বৃষ্টি ঝরা বর্ষার অবসান;
ব্যস্ত শহর মাঝে প্রথম তোমাকে দেখে
চেনা চেনা বিস্ময়ে মন্দ্রিত প্রাণ।
সাদা সিধে পোশাক, চোখ টানা টানা
পিঠের উপর কালো,এলোমেলো চুল-
ঠিক যেন শিল্পীর নিপুন হাতে গড়া
ছোট্ট একখানি মাটির পুতুল !
নেই জানা সুর, কথা- যা দিয়ে প্রাণের ব্যথা
গানে গানে শোনাবো তোমায়-
কবিতায় তাই আমি মনের কথা গুলি
লিখে যাই কলমের কাজল রেখায়।
সেদিন সে শুভক্ষণে হয়নিতো কথা
তবু বার বার কেনো মনে হয়-
তোমার চোখের ভাষায় সব কথা বলে গেছো
দিয়ে গেছো তুমি সব পরিচয় !
বহু দিন কেটে গেছে এলোমেলো কথা বলে
আসল কথাটি বলার হয়নি সময় -
জানি না কেমন করে সেদিন প্রথম দেখেই
মনে মনে ভালোবেসে ফেলেছি তোমায়।
আমার বাদলা রাতে কেবলই বৃষ্টি ঝরে
ঘিরে থাকে ঘন কালো নিবিড় আঁধার -
সে আঁধার দূরে ঠেলে প্রেমের শিখাটি জ্বেলে
জানি না আসবে কবে সকাশে আমার।
আমার কবিতাখানি নির্জনে পড়ে তুমি,
জেনে নিও আমি যে শুধু তোমারই;
যদি কাছে আসো আর যদি ভালোবাসো
চিরজীবনের সাথী হবো তোমারই।