BD Trade Blogs
> Blogs > কবিতা > আবার যদি

আবার যদি


অসীম তরফদার

আবার যদি দেখা হয়
ফিরে আসে ভাদরের রাত
জ্যোৎস্নায় ভরে দেবো ঘর
আমি হবো কোজাগরী চাঁদ।

যদি লাগে খুব একা একা
নির্জন কোনো দুপুরে
আমি তবে পদ্ম হবো 
তোমার হৃদয় পুকুরে।  
 
আবার যদি দেখা হয়
রংধনু বিকেলের গাঁয়
আমি হবো অভিমানী মেঘ
আকাশের নীল সীমানায়। 

আবার যদি পুড়ে মন 
দাবানলে হয় ছারখার 
আমি হবো বৃষ্টি তবে
ভেজাবো হৃদয় তোমার। 

আবার যদি ভালোবাসো
ফের যদি ডাকো একবার 
আমি হব দুরন্ত ঢেউ 
তট ছুঁয়ে যাবো বারবার। 


সাহিত্য >> কবিতা