Choose your product from the mega showcase from thousands of sellers
BD Trade Blogs
> Blogs > কবিতা > একটু অবসর

একটু অবসর


অসীম তরফদার

আমার অভিমানী মন, বিরহী হৃদয়
শূন্য ঘরের চার দেয়াল
প্রিয় কবিতার খাতা
চেয়ে দেখো-
আমার করবী ফিরে এসেছে ঘরে !
হে আকাশ, হে বাতাস, দীপ্তিময় সূর্য
তোমরাও দেখো-আমার করবী ফিরে এসেছে !
তার ভালোবাসার উষ্ণতায় আজ গলে যাবে
বুকে জমা বরফের স্তূপ;
তার স্নেহের বৃষ্টিতে আজ
নিভে যাবে বিরহের আগুন।
জানালার কার্ণিশে বসা পাখিরা
তোরা আজ থাম
দে আমায় একটু অবসর-
আমার করবী আজ বহুদিন পরে
শোনাবে ভালোবাসার গান
আমায় ঘুম পারাবে সোহাগী চুম্বনে,
হৃদয় আজ বলবে কথা হৃদয়ের সাথে !


সাহিত্য >> কবিতা