BD Trade Blogs
> Blogs > গান / লিরিক্স > তুমি কি বোঝো

তুমি কি বোঝো


অসীম তরফদার

তুমি কি বোঝো, তুমি কি জানো
কত ভালোবাসে এই মন ?
মন... এই মন... মন... এই মন...
কতো ভালোবাসে এই মন।।

কখনও যদি তুমি করো অভিমান
আমার এ মন ভেঙে হয় খান খান।
অভিমান কোরো না, এই মন ভেঙো না
শুধু ভালোবাসো সারাটি জীবন।।

কখনও যদি হও চোখের আড়াল
দু’চোখে নামে যে কান্নার ঢল।
কভু দূরে যেও না, চোখে জল এনো না
পাশে পাশে থেকো সারাটি জীবন।।


সাহিত্য >> গান / লিরিক্স