BD Trade Blogs
> Blogs > কবিতা > ঝরে গেলো অকালে

ঝরে গেলো অকালে


অসীম তরফদার

ভোর বেলাতে একটি কুসুম
ফুটেছিল বনে তে,
অন্ধকারে প্রদীপখানি
জ্বলেছিল মনে তে;
স্বপ্ন ছিলো আকাশ ছোঁয়া
পুলক ছিল প্রাণে
মনের বাগান ছিল মুখর
হাজার পাখির গানে।
হঠাৎ সেদিন ঈশান কোণে
কাল বোশেখী ঝড়ে
প্রদীপখানি নিভে গেলো
ফুলটি গেলো ঝরে।
হে বিধাতা, বলো কেনো
এমন নিঠুর হলে-
সদ্যফোটা ফুলটি তুমি
কেনো কেড়ে নিলে।
কারও বুক আর শূণ্য যেনো
না হয় এমন করে;
অকালে আর একটি ফুলও
যায় না যেনো ঝরে।


[কবি, সাংবাদিক ও সংগঠক জাহিদ ইকবাল ও ইশরাত জাহান শিউলীর ৬ বছর বয়সী কন্যা তাসনিয়া ইকবালের অকাল মৃত্যুতে তার স্মৃতির উদ্দেশ্যে নিবেদিত]


সাহিত্য >> কবিতা