দেশে দুর্যোগ আসে বারবার ভয়াবহ রূপে;
আসে বন্যা, ঘূর্ণি, ঝঞ্ঝা
আসে মহামারী-দুর্ভিক্ষ-জলোচ্ছ্বাস।
কেড়ে নেয় অসংখ্য মানুষের প্রাণ,
সুস্থ সুন্দর জীবনগুলো;
ভেঙে দেয় দুঃখ-সুখের সুতোয় গাঁথা
সাজানো সংসার।
গৃহহীন, অন্নহীন-আশ্রয়হীন কেনো এক অনাথ শিশু
মায়ের জন্য কাঁদছে কোনো এক নির্জনে,
অনন্ত জিজ্ঞাসার মুখে অনাহারী মানুষ-
কে দেখবে কাকে!
তাদের ক্ষুধার্ত নিঃশ্বাস শ্লোগান হয়ে
চায় শুধু একমুঠো ভাত- প্রকৃতির কাছে,
দু’ফোটা পানির জন্য ছটফট করে, কিংবা
ক্ষত-বিক্ষত দেহ যন্ত্রণায় কেঁদে ওঠে তীব্র আর্তনাদে;
এই হাহাকার, এই কান্না শুধু একটুখানি আশ্রয় আর
একমুঠো ভাতের জন্য।
কে দেবে তাদের একমুঠো ভাত
কে দেবে তাদের হারানো বিশ্বাস?