গত সন্ধ্যায় হঠাৎ বৃষ্টি হলো বেশ;
বুড়িগঙ্গার তীরে বসে বৃষ্টি দেখতে দেখতে
ভাবলাম- রাতে খিচুড়ি খাবো। কিন্তু
নানা বাস্তবতায় হয়ে উঠলো না; অথচ
তুরাগ পাড়ে বসে তুমি ঠিকই খিচুড়ি খেলে!
ইচ্ছেগুলো সব মিলে যায় কি করে?
কিভাবে এক হয়ে যায় সব পছন্দ,
ভালোলাগা, মন্দলাগা, ছোট ছোট অনুভূতি?
তবু তুরাগ আর বুড়িগঙ্গার স্রোতধারা
কেনো মিলে যায় না কোনোকালে!