তোমার আমার প্রেম, এক জনমের নয়,
তোমার আমার প্রেম, এক জনমের নয়,
হাজার বছর আগেও বুঝি ছিল পরিচয়।
আমার এমন মনে হয়।
হাজার বছর আগেও বুঝি ছিল পরিচয়।
আমার এমন মনে হয়।
তোমার আমার প্রেম, এক জনমের নয়,
তোমার আমার প্রেম, এক জনমের নয়।।
ও ওওও
একই মাটির গড়া যেন এই দুজনার দেহ,
বিধি ছাড়া পর করিতে পারবে না আর কেহ রে, পারবে না আর কেহ। (২)
এই না প্রেমের নাই কোন শেষ, নাইরে কোন ক্ষয়;
আমার এমন মনে হয়।
তোমার আমার প্রেম, এক জনমের নয়,
তোমার আমার প্রেম, এক জনমের নয়,
হাজার বছর আগেও বুঝি ছিল পরিচয়।
আমার এমন মনে হয়।
হাজার বছর আগেও বুঝি ছিল পরিচয়।
আমার এমন মনে হয়।
তোমার আমার প্রেম, এক জনমের নয়,
তোমার আমার প্রেম, এক জনমের নয়।।
ও ওওও
বুকের ভিতর তুমি যেন ছোট্ট প্রাণের পাখি,
এই পাখিটা উড়ে গেলে বন্ধ হবে আখি রে, বন্ধ হবে আখি। (২)
এক সুতাতে এই দুটি প্রাণ বাধা যেন রয়;
আমার এমন মনে হয়।
তোমার আমার প্রেম, এক জনমের নয়,
তোমার আমার প্রেম, এক জনমের নয়,
হাজার বছর আগেও বুঝি ছিল পরিচয়।
আমার এমন মনে হয়।
হাজার বছর আগেও বুঝি ছিল পরিচয়।
আমার এমন মনে হয়।
তোমার আমার প্রেম, এক জনমের নয়,
তোমার আমার প্রেম, এক জনমের নয়।।
কণ্ঠশিল্পীঃ কনক চাপা ও আয়ুব বাচ্চু