BD Trade Blogs
> Blogs > গান / লিরিক্স > তোমাকে ছাড়া কিভাবে বাঁচি

তোমাকে ছাড়া কিভাবে বাঁচি


অসীম তরফদার

তোমাকে ছাড়া আমি কেমন আছি
তোমাকে ছাড়া বলো কিভাবে বাঁচি
কখনও কি চেয়েছো বুঝতে তুমি
তোমায় কতটা আমি ভালোবাসি।।

হৃদয়ের গোপন কুঠুরিতে
লিখে রেখেছি তোমারই নাম
তোমায় ভেবে বুকের মাঝে
ফল্গুধারা বয়ে যায় অবিরাম। 
বিরহ কাতর মনে স্মৃতির আলোয়
পথ খুঁজি আমি একাকী।।


তোমার প্রেমেই থাকি মগ্ন,
জানি না আমি তো কি পরিনাম
স্বপ্নের বালুচরে বালিহাঁস হয়ে
সারাদিন করবো অবগাহন।
অতীতের ছায়া ঘেরা নিঃসঙ্গ পথে
স্মৃতিটুকু শুধু খুঁজতে আসি।।


সাহিত্য >> গান / লিরিক্স