BD Trade Blogs
> Blogs > রূপচর্চা > ঘরোয়া উপায়ে ঠোঁটের যত্ন

ঘরোয়া উপায়ে ঠোঁটের যত্ন


সারাহ জেবীন

সাধারণত মুখ, চুল বা দেহের যত্ন নিলেও ঠোঁটের যত্ন ঠিক মত নেয়া হয় না। কিন্তু ঠোঁটেরও যত্ন নেওয়া প্রয়োজন। তাই ঠোঁট স্ক্রাবিং-এর প্রয়োজন। এক্সফোলিয়েশন মৃত এবং নিস্তেজ ত্বক অপসারণ করে এবং ত্বককে চাঙ্গা করে। ঠোঁটে স্ক্রাব করাও ঠোঁটের জন্য একইভাবে উপকারি। এটি মৃত ও শুষ্ক ত্বক থেকে মুক্তি দেয় এবং ঠোঁটকে নরম করে তোলে। ঠোঁটে স্ক্রাব করার সুবিধা নিয়ে ও কিভাবে তা করা যায় তার কিছু টিপস দেয়া হলঃ

১।  এটি শুষ্ক ঠোঁট ঠিক করে।

২। এটি ফাটা ঠোঁট ঠিক করে।

৩। এটি ত্বককে নরম করে তোলে।

৪। ঠোঁটকে হাইড্রেটেড রাখে। এটি লিপস্টিকটিকে আরও দীর্ঘ সময় ধরে রাখে।

৫। কীভাবে লিপ স্ক্রাব ব্যবহার করবেন ঠোঁটের স্ক্রাব সঠিক উপায়ে ব্যবহার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

প্রক্রিয়াঃ

১। ঠোঁট থেকে লিপস্টিক সরিয়ে ফেলুন এবং আলতো করে ধুয়ে ফেলুন।

২। এবার অল্প পরিমাণে ঠোঁটের স্ক্রাব নিয়ে তা ঠোঁটের উপরে লাগান।

৩।  প্রায় পাঁচ মিনিট ধরে আস্তে আস্তে আপনার ঠোঁটে স্ক্রাব করুন।

৪।  স্ক্রাবিং হয়ে গেলে পরিষ্কার কাপড় দিয়ে স্ক্রাবটি মুছে ফেলুন এবং ঠোঁট ধুয়ে ফেলুন।

৫।  এরপর ঠোঁটে লিপ জেল লাগান। আপনি বিঙিন্ন প্রাকৃতিক উপাদানসহ বাড়িতেও ঠোঁটের স্ক্রাব তৈরি করতে পারেন।


জীবনযাপন >> রূপচর্চা