পদ্মফুলের কলিটা চমৎকার
গন্ধটা হাসনাহেনার
আর গোলাপের পাপড়িগুলো কি মিষ্টি দেখতে !
সকালে ভালো লাগে সূর্যমুখী অথবা
অপরাজিতা, বেলী নয়তো শেফালী ফুলের মালা।
দুপুরে রক্তজবা কিংবা পলাশ হলে মন্দ হয় না;
অথবা হতে পারে কৃষ্ণচূড়া বা কেয়া।
বিকেলে চাই টিউলিপ নয়তো গোলাপ,
খোঁপায় হলুদ গাঁদা অথবা গাজরা।
সন্ধ্যাটা ভালো কাটে সন্ধ্যামালতী কিংবা
রাধাচূড়া, জুঁই, চাঁপা, অথবা কামিনী হলে;
রাতে গন্ধরাজ নয়তো রজনীগন্ধা
চাই-ই-চাই!