BD Trade Blogs
> Blogs > গান / লিরিক্স > যখনই ভাবি তুমি নেই

যখনই ভাবি তুমি নেই


অসীম তরফদার

যখনই ভাবি তুমি নেই 
হারিয়ে ফেলি আমি খেই ;
জীবনে মরণে শুধু  চাই তোমাকেই।।

রূপকথার দেশে মন কোন আবেশে
আজ কোথায় হারিয়ে যায় সে ভেসে। 
সুখে দুঃখে পাশেতে থেকো এভাবেই।।

থাকো কাছে বা দূরে রাখবো যে আদরে
ঢেকে রাখবো তোমায় প্রেমেরই চাঁদরে।
চিরদিন শুধু ভালোবেসো আমাকেই।।


সাহিত্য >> গান / লিরিক্স