Skip to Content (Press Enter)
আজ আর নেই কোনো হারানোর ভয় অবশেষে হলো আজ প্রেমেরই জয়।
এতদিন মনে ছিল সংশয়, না জানি পরিণতি, কখন কি হয়! সব বাধা দূর হলো, ঘুচে গেল দ্বিধা-ভয়।।
সাজাব প্রেমের এক নীড়, দুচোখে আজ কতো স্বপ্নের ভীড়! ছোট্ট এ ঘরই যেন আমাদের স্বর্গ হয়।।