Choose your product from the mega showcase from thousands of sellers
BD Trade Blogs
> Blogs > গান / লিরিক্স > এই চোখ ধাঁধানো রঙিন শহরে

এই চোখ ধাঁধানো রঙিন শহরে


আহমেদ ইমতিয়াজ বুলবুল

এই চোখ ধাঁধানো রঙিন শহরে,

বেইমানি মানুষের অন্তরে।

চোখ ধাঁধানো রঙিন শহরে,

বেইমানি মানুষের অন্তরে।

এইখানে সবাই দেখে নিজের ভাল,

বাইরে সাদা সবার ভেতর কালো।

পাষাণ সবাই মনটা গড়া কঠিন পাথরে।

এই চোখ ধাঁধানো রঙিন শহরে,

বেইমানি মানুষের অন্তরে।

 

এই চোখ ধাঁধানো রঙিন শহরে,

বেইমানি মানুষের অন্তরে।

চোখ ধাঁধানো রঙিন শহরে,

বেইমানি মানুষের অন্তরে।

এইখানে সবাই দেখে নিজের ভাল,

বাইরে সাদা সবার ভেতর কালো।

পাষাণ সবাই মনটা গড়া কঠিন পাথরে।

এই চোখ ধাঁধানো রঙিন শহরে,

বেইমানি মানুষের অন্তরে।

 

ইটের পরে ইট সাজিয়ে অট্টালিকার সারি,

তার মাঝে কেউ শুনবে না তোর মনের আহাজারি।

ইটের পরে ইট সাজিয়ে অট্টালিকার সারি,

তার মাঝে কেউ শুনবে না তোর মনের আহাজারি।

বাঁচতে হলে লড়তে হবে,

নইলে ধুকে ধুকে মরতে হবে।

পাশে থেকেও দেখবে না কেউ দুচোখ অন্ধ রে।

এই চোখ ধাঁধানো রঙিন শহরে,

বেইমানি মানুষের অন্তরে।

 

আসল কে যে, নকল কে যে, যায় না কিছুই বোঝা,

মিথ্যে হবে এই শহরে ভালবাসাই খোজা।

আসল কে যে, নকল কে যে, যায় না কিছুই বোঝা,

মিথ্যে হবে এই শহরে ভালবাসাই খোজা।

প্রেমিকারা হৃদয়হীনা, ছলনারই বাজায় বীণা,

হাজার গোলাপ কাগজেরই নেই তো গন্ধ রে।

এই চোখ ধাঁধানো রঙিন শহরে,

বেইমানি মানুষের অন্তরে।

চোখ ধাঁধানো রঙিন শহরে,

বেইমানি মানুষের অন্তরে।

এইখানে সবাই দেখে নিজের ভাল,

বাইরে সাদা সবার ভেতর কালো।

পাষাণ সবাই মনটা গড়া কঠিন পাথরে।

এই চোখ ধাঁধানো রঙিন শহরে,

বেইমানি মানুষের অন্তরে।

শিল্পীঃ মনির খান


সাহিত্য >> গান / লিরিক্স