Choose your product from the mega showcase from thousands of sellers
BD Trade Blogs
> Blogs > গান / লিরিক্স > ও বন্ধু তুমি শুনতে কি পাও

ও বন্ধু তুমি শুনতে কি পাও


গৌতম সুস্মিত

ও বন্ধু তুমি শুনতে কি পাও?

ও বন্ধু তুমি শুনতে কি পাও?

এ গান আমার, ও এ গান আমার।

এ গান আমার, ও এ গান আমার।

ছুয়ে যাবে এই সুর হৃদয়ে তোমার।

ছুয়ে যাবে এই সুর হৃদয়ে তোমার।

এ গান আমার, ও এ গান আমার।

এ গান আমার, ও এ গান আমার।

ও বন্ধু তুমি শুনতে কি পাও?

ও বন্ধু তুমি শুনতে কি পাও?

এ গান আমার, ও এ গান আমার।

এ গান আমার, ও এ গান আমার।।

 

জানি না কোথায় আছো, তুমি কত দূরে,

আমার এ মনের কথা যায় ভেসে সুরে।          (২)

যদি পারো সামনে এসো, কাছে এসে ভালবাসো।

যদি পারো সামনে এসো, কাছে এসে ভালবাসো।

বোঝো না কি ভালবাসা করে হাহাকার।

ছুয়ে যাবে এই সুর হৃদয়ে তোমার।

এ গান আমার, ও এ গান আমার।

এ গান আমার, ও এ গান আমার।

ও বন্ধু তুমি শুনতে কি পাও?

ও বন্ধু তুমি শুনতে কি পাও?

এ গান আমার, ও এ গান আমার।

এ গান আমার, ও এ গান আমার।।

 

কেন এই লুকোচুরি, কী কারনে জানি না,

কাছে যেতে চাই তবু কেন যেতে পারি না?      (২)

বলো না গো কোন ভুলেতে?দেখা তুমি চাওনা দিতে।

বলো না গো কোন ভুলেতে?দেখা তুমি চাওনা দিতে।

বলো কবে দুটি মন হবে একাকার।

ছুয়ে যাবে এই সুর হৃদয়ে তোমার।

এ গান আমার, ও এ গান আমার।

এ গান আমার, ও এ গান আমার।

ও বন্ধু তুমি শুনতে কি পাও?

ও বন্ধু তুমি শুনতে কি পাও?

এ গান আমার, ও এ গান আমার।

এ গান আমার, ও এ গান আমার।

ছুয়ে যাবে এই সুর হৃদয়ে তোমার।

ছুয়ে যাবে এই সুর হৃদয়ে তোমার।

এ গান আমার, ও এ গান আমার।

এ গান আমার, ও এ গান আমার।।

শিল্পীঃ জীৎ গাঙ্গুলী


সাহিত্য >> গান / লিরিক্স