Choose your product from the mega showcase from thousands of sellers
BD Trade Blogs
> Blogs > রান্না-বান্না (রেসিপি) > গরমে ব্রণ কমাতে ব্যবহার করুন বরফ

গরমে ব্রণ কমাতে ব্যবহার করুন বরফ


সারাহ জেবীন

বরফ ব্যবহার ত্বকের ব্রন কমাতে সাহায্য করে। ত্বকের সানবার্ন কমাতে এবং ত্বকে রক্ত চলাচল বরফ খুবই উপকারী।

আসুন জেনে নিই কিছু টিপস-

ব্রণ প্রতিকার

লোমকূপের গ্ল্যান্ডের থেকে অতিরিক্ত তেল বেরোনোর কারণে ত্বকে ব্রণ হয়। বরফ দিয়ে সম্পূর্ণভাবে ব্রন ঠিক হবে না; কিন্তু ব্রণ রোধ করতে সাহায্য করে। তবে এই বরফ ব্যবহারের আগে ডাক্তারের পরামর্শ নিন। কারণ ত্বক সংবেদনশীল হলে আইস ম্যাসাজ ব্যাকটেরিয়াল কর্ম বৃদ্ধি করতে পারে। প্রথমে মুখ ধুয়ে শুকিয়ে নিন। একটি পরিষ্কার কাপড়ে আইসকিউব রেখে কাপড়টি ১ মিনিটের জন্য ফুসকুড়ির ওপরে রাখবেন। ৫ মিনিট পর এ প্রক্রিয়া আবার করবেন।

 

তৈলাক্ত ভাব কমায়

ত্বকের তৈলাক্ত ভাব কমাতে বরফ ব্যবহার করতে পারেন। বরফ ব্যবহারে আপনি পাবেন সজীব ও তেলমুক্ত ত্বক। মুখ ধোয়ার পর পাতলা কাপড়ের মধ্যে বরফ রেখে মুখে মৃদুভাবে ঘষবেন। তেল ভাব কমলে সামান্য ময়শ্চারাইজার ব্যবহার করুন।


জীবনযাপন >> রান্না-বান্না (রেসিপি)