এক সময় ভাবতাম,
কারো দয়া নিয়ে বাঁচতে পারবো না কোনোদিন।
কখনও আপোষ করবো না ব্যক্তিত্বের সাথে,
আত্ম-অহমিকার সাথে, আত্ম-মর্যাদার সাথে।
অথচ এখন আপোষ করতে শিখে গেছি বেশ!
মানিয়ে নিতে শিখেছি প্রায় সব পরিস্থিতির সাথেই।
অভ্যস্থ হয়ে গেছি, খুব ঠান্ডা মাথায় সয়ে নিতে
অপ্রত্যাশিত হিংস্রতা আর অপবাদ মেনে নিতে।
চৌদ্দ গুষ্টি তুলে অশ্রাব্য গালাগাল করলে,
বর্বর প্রাণিকুলের সন্তান বলে সম্বোধন করলে
নিঃশব্দে হজম করতে শিখে গেছি!
তার চেয়েও আশ্চর্যের-
এখনতো দয়া নিয়েই দিব্যি বেঁচে আছি!
হাসি-মুখে জীবন কাটাচ্ছি!