BD Trade Blogs
> Blogs > গান / লিরিক্স > সোহাগ চাঁদ বদনী ধ্বনি নাচো তো দেখি

সোহাগ চাঁদ বদনী ধ্বনি নাচো তো দেখি


নির্মলেন্দু চৌধুরী

সোহাগ চাঁদ বদনী ধ্বনি

নাচো তো দেখি

সোহাগ চাঁদ বদনী ধ্বনি

নাচো তো দেখি

বালা নাচো তো দেখি

বালা নাচো তো দেখি

 

নাচেন ভাল সুন্দরী এই

বাঁধেন ভাল চুল

নাচেন ভাল সুন্দরী এই

বাঁধেন ভাল চুল

 

সোহাগ চাঁদ বদনী ধ্বনি

নাচো তো দেখি

 

 

হেলিয়া দুলিয়া পরে

নাগ কেশরের ফুল

হেলিয়া দুলিয়া পরে

নাগ কেশরের ফুল

 

রুনু ঝুনু নুপুর বাজে

ঠুমুক ঠুমুক তালে

রুনু ঝুনু নুপুর বাজে

নয়নে নয়ন মেলিয়া গেল

শরমের রঙ লাগে গালে

যেমনি নাচে নাগর কানাই

তেমনি নাচে রাই

নাচিয়া ভুলাও তো দেখি

নাগর কানাই


সাহিত্য >> গান / লিরিক্স