তোমার অবহেলার দাবানলে জ্বলে জ্বলে
একদিন বিবর্ণ স্বপ্নের মাঠ পাড়ি দিয়ে
চলে যাবো কুয়াশার অন্ধকারে
পৃথিবী হতে সহস্র আলোকবর্ষ দূরে।
মধ্যাহ্ন ভোজের পরে পরিপাটি শয্যায়
সুখ-নিদ্রায় চোখ বুঁজে এলে
আর বেজে উঠবে না তোমার টেলিফোন ;
কাঁচা ঘুম ভেঙে দিয়ে কেউ বলবে না
‘নন্দিতা, ভালো আছো তো’ ?
অথবা ‘এসো আজ বিকেলে’।
চলে যাবার সময় কেউ বলবে না
‘এইতো সবে এলে, এখনই যাবে চলে !’
চলমান সময়ের হাত ধরে একদিন
প্রতিদানহীন ভালোবাসা তোমায় উৎসর্গ করে
অভিমানী স্বপ্নগুলো সাথে নিয়ে হারিয়ে যাবো চিরতরে
পাতা-ঝরা অরণ্যের অন্ধকারে, অতৃপ্ত হৃদয়ে।
উপেক্ষার আঘাতে আহত লালিত স্বপ্নেরা
একদিন হরিণের ত্রস্ত পদক্ষেপে উঁকি দেবে জানালায়
দমকা বাতাসে কেঁপে ওঠা ভীরু দীপ-শিখার মতো
তোমার কম্পিত হৃদয়ে বেজে উঠবে
পায়ের তলায় পাতা ভাঙার বিষণ্ন কান্না, অসীম শূন্যতা ;
গভীর মায়ায় কেউ বলবে না সেদিন
‘তুমি ভালো আছো, নন্দিতা’ !