BD Trade Blogs
> Blogs > কবিতা > দাম্পত্য

দাম্পত্য


অসীম তরফদার

অপার রহস্য ঘেরা এ-তো মায়াজাল
ফুল আর কাঁটা ভরা অদৃশ্য দেয়াল।
কখনো বসন্ত দিন দখিনা বাতাস
কখনো ঘূর্ণি হাওয়া, ঝড়ের আভাস;
কখনো সে গাছে গাছে নবীন মুকুল
কখনো দুরন্ত ঢেউ ভাঙে দুই কুল।
কখনো হেমন্ত দিন নবীনা সকাল
কখনো আকাশ জুড়ে মেঘেদের পাল;
কখনো পৌষের ভোর কুয়াশার কারা
কখনোবা ঝরে শুধু শ্রাবণের ধারা।

কখনো তাকেই পেতে করি যে মিনতি
কখনোবা মুক্তি চেয়ে ডেকে আনি ক্ষতি।
সেনা নেই, রক্ষী নেই, না কোনো দেয়াল 
স্বেচ্ছা বন্দীত্ব বরণ তবু চিরকাল।


সাহিত্য >> কবিতা