BD Trade Blogs
> Blogs > গান / লিরিক্স > আমার সারা দেহ খেয়ো গো মাটি

আমার সারা দেহ খেয়ো গো মাটি


আহমেদ ইমতিয়াজ বুলবুল

আমার সারা দেহ খেয়ো গো মাটি

এই চোখ দুটি মাটি খেয়া না,

আমি মরে গেলেও তারে দেখার সাধ

মিটবে না গো মিটবে না,

তারে এক জনমে ভালোবেসে

ভরবে না মন ভরবে না ।।

ওরে....ইচ্ছে করে বুকের ভিতর

লুকিয়ে রাখি তারে,

যেন না পারে সে যেতে আমায় কোনদিনও ছেড়ে,

আমি এই জগতে তারে ছাড়া থাকবো নারে থাকবো না,

তারে এক জনমে ভালোবেসে ভরবে না মন ভরবে না ।।

ওরপ...এই না ভুবন ছাড়তে হবে

দুই দিন আগে পরে,

বধি একিই সঙ্গে রেখো মোদের একিই মাটির ঘরে,

আমি এই না ঘরে থাকতে একা

পরবো নারে পরবো না,

তারে এক জনমে ভালোবেসে

ভরবে না মন ভরবে না।

আমার সারা দেহ খেয়ো গো মাটি

এই চোঁখ দুটি মাটি খেয়ো না,

আমি মরে গেলেও তারে দেখার সাধ

মিটবে না গো মিটবে না,

তারে এক জনমে ভালোবেসে

ভরবে না মন ভরবে না ।।

শিল্পীঃ এন্ড্রু কিশোর


সাহিত্য >> গান / লিরিক্স