এক জীবনের সব হাহাকার বুকে নিয়ে
অভিশাপ তোমাকে দিলাম
তুমি সুখি হবে, খুব সুখি হবে ।
বেদনা আমাকে নিয়ে আশৈশব খেলেছে তুমুল
আর তিলে তিলে শিখিয়েছে সহনশীলতা,
নিলাজ নখের মতো দুঃখ কেটে কেটে আমি
আজকাল অর্জন করেছি ঠিক উদ্ভিদের অদ্ভুত মৌনতা, ওরে উল্লাসিনী
না জেনে শুনেই কেন দিতে গেলে টোকা ?
তুমি আর কি বেদনা দেবে, কতোটা নাড়াবে ?
বালখিল্য এ খেলায় আমার
চেয়ে বেশি তুমিই হারাবে ।
এক জীবনের সব হাহাকার বুকে নিয়ে
অভিশাপ তোমাকে দিলাম,-
ব্রহ্মপুত্রের মেয়ে, দেখে নিয়ো,
খুব সুখি হবে ।