পরের জন্মে সুযোগ পেলে
আবার তোমার প্রেমে পড়বো;
এই জনমের ভুল শুধরে
নতুন জীবন শুরু করবো।
প্রেমের কথাই উঠলো যখন
চুটিয়ে প্রেম হোক না তবে;
আমার কুড়ি, তোমার ষোলো-
এ বয়সটাই দারুন হবে !
পরের জন্মে সুযোগ পেলে
আবার তোমার প্রেমে পড়বো;
এই জনমের ভুল শুধরে
নতুন জীবন শুরু করবো।