এই রাতটা আজ হোক শুধু তোমার আমার
ওই চাঁদটা আজ হোক শুধু তোমার আমার
দুজন যাই চলো ভেসে মাতাল হাওয়ায়
গড়ি প্রেমেরই স্বর্গ আজ ভালোবাসায়।।
ঘন মেঘের আড়ালে যদি চাঁদ ঢেকে যায়
যদি হৃদয় আজ কাঁদে গভীর বেদনায়
তুমি আজ কথা দাও ছেড়ে যাবে না আমায়
এক সাথে চলবো পথ নতুন আশায়।
যদি আজ মন হয় উদাস এ রাতের মায়ায়
যদি পথ খুঁজে না-পাই আজ ঘন কুয়াশায়
দিও আশার প্রদীপ জ্বেলে স্বপ্ন-ছায়ায়
আর জড়িয়ে রেখো শুধু স্নেহ মায়ায়।